Site icon Jamuna Television

স্ত্রীর ঝাড়ুর আঘাতে স্বামীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজলোর চন্ডীপুর গ্রামে স্ত্রীর ঝাড়ুর আঘাতে স্বামী আব্দুল হাকিমের (৬৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী সাহেরা খাতুনতে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জের ধরে স্বামী আব্দুল হাকিম ও স্ত্রী সাহেরা খাতুনের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে স্ত্রী রেগে গিয়ে ঝাড়ু দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, এ ঘটনায় স্ত্রীকে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

Exit mobile version