Site icon Jamuna Television

অক্ষয় কুমারকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে, সেট থেকে বেরিয়ে পড়েন সালমান খান

সালমান খান ও অক্ষয় কুমার, দু’জনেই বন্ধু। আবার তারা প্রতিদ্বন্দ্বীও। একসঙ্গে অভিনয় করলে কেউ কাউকে ছাড় দেন না। একবার অক্ষয় কুমারের ওপর রাগ করে সেট থেকে চলে গিয়েছিলেন বলিউড ভাইজান। খবর আনন্দবাজার পত্রিকার।

সময়টা তখন ২০১৪। ‘ফাগলি’ সিনেমার একটি গানের শুটিং করছিলেন এ দুই বলিউড তারকা। কিন্তু আচমকাই মাঝ পথে কাজ বন্ধ করে সেট থেকে বেরিয়ে যান সালমান খান।

বলিউড ভাইজানের ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাতে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সালমান গানটির ব্যাপারে তেমন কিছু জানতো না। সেটে আসার পর সবটা বোঝানো হয়। ও বুঝেছিল, গানটিতে ওর থেকে অক্ষয়কে বেশি গুরুত্ব দেয়া হবে। সবাইকে চমকে দিয়ে গানের প্রথম অংশটুকু শুট করে করে চুপচাপ চলে যায়।

সালমান খানকে সিনেমাটির পরিচালক কবির সদানন্দ শুট শেষ করার অনুরোধ করেছিলেন। কিন্তু কোনোভাবেই রাজি হননি এ অভিনেতা। এরপর সালমানকে ছাড়াই বাকি শুট সারতে হয় কবির সদানন্দকে। তবে, মজার বিষয় হলো এরপরও অক্ষয়-সালমানের সম্পর্কে আঁচ পড়েনি।

Exit mobile version