Site icon Jamuna Television

ধানুশ-ঐশ্বরিয়ার সম্পর্কে টানাপড়েন চলছিল পাঁচ বছর ধরে!

ধানুশ ও ঐশ্বরিয়া। ছবি: সংগৃহীত।

ধানুশ ও ঐশ্বরিয়ার ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ হয়েছে, তা পুরনো খবর। তবে, আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে ওঠে এসেছে নতুন এক তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছরেরও বেশি সময় ধরে তাদের দাম্পত্য জীবনে টানাপড়েন চলছিল।

ধানুষ শুটিংয়ে ব্যস্ত না থাকলে তখনই ঐশ্বরিয়ার সঙ্গে সময় কাটাতেন। একসঙ্গে দু’জনের থাকার সুযোগ হতো কম। এছাড়া সমস্যা ছিল দাম্পত্য জীবনেও। অনেকের মতে, বিচ্ছেদের ঘোষণা করতে এ দু’জন অনেকটা সময় নিয়েছেন। কারণ হিসেবে বলা হচ্ছে, তারা সম্পর্ক উন্নতির চেষ্টা করছিলেন।

ঐশ্বরিয়া ও ধানুশের সঙ্গে প্রথম দেখা হয় ২০০০ সালে। তখন ঐশ্বরিয়ার বয়স ছিল ২১, আর ধানুশের বয়স ২৩। এরপর ২০০৪ সালে ধুমধাম করে দু’জনের বিয়ে হয়।

Exit mobile version