
ছবি: সংগৃহীত
বিক্ষোভকারীদের অবরোধে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যেকার ‘অ্যাম্বাসেডর ব্রিজে’র অচলাবস্থা নিরসনে তৎপর নিরাপত্তা বাহিনী।
চলছে ব্যাপক ধরপাকড়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। জানিয়েছে, আইন অমান্যের অভিযোগে অর্থদণ্ডের পাশাপাশি জব্দ করা হতে পারে আন্দোলনকারীদের যানবাহনও।
উইন্ডসর প্রশাসন এবং অটোমেটিভ পার্টস ম্যানুফেকচর এসোসিয়েশন পিটিশন দায়ের করে, সেতু অবরোধের কারণে প্রতিদিন বাণিজ্যিক ক্ষতির পরিমাণ ৫ কোটি ডলার। শুক্রবার অভিযোগের ভিত্তিতে দ্রুত অবরোধ প্রত্যাহারের নির্দেশ দেন আদালত। গেলো মাসের শেষ নাগাদ, বাধ্যতামূলক টিকাগ্রহণ এবং কোয়ারেন্টা্নটাইন বিধিমালা বিরোধী আন্দোলন শুরু করেন কানাডার ট্রাক চালকরা। পরে, তাতে অংশ নেন অন্যান্য শ্রেণিপেশার মানুষ।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply