Site icon Jamuna Television

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় একই পরিবারের ৬ জন নিহত

সিরিয়ায় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সরকারি বাহিনীর হামলায় শিশুসহ একই পরিবারের কমপক্ষে ৬ সদস্য নিহত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) ইদলিব প্রদেশে কামান হামলায় ঘটে এ হতাহতের ঘটনা। খবর বার্তা সংস্থা এপির।

স্থানীয়রা জানান, পরিবারটির সদস্যরা বাইরে বসে থাকার সময় আকস্মিক হামলা চালানো হয়। ইদলিব প্রদেশে এখনও বিরোধীরা শক্ত অবস্থানে থাকায় প্রায়ই হামলা চালায় সরকারি বাহিনী। গেল ছয় মাসে প্রদেশটিতে সরকারি বাহিনীর হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৬৫ শিশুর। আর দশকব্যাপী সহিংসতায় নিহত হয়েছেন কমপক্ষে ৫ লাখ সিরিয়ান।

Exit mobile version