Site icon Jamuna Television

হিন্দু পরিবারের বাড়ি ও ক্লিনিক দখলের অভিযোগে জায়েদ খানের বিরুদ্ধে মানববন্ধন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে পিরোজপুর সদরে এক হিন্দু পরিবারের বাড়ি ও ক্লিনিক দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, ‘অন্তরজালা’ সিনেমার শুটিং করার কথা বলে জায়েদ খান তাদের বাড়ি দখল করে। পরিবারটিকে এলাকা ছাড়া করার হুমকিও দেন।

প্রতিনিয়ত পরিবারটিকে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করে ওই পরিবার। থানা পুলিশ করেও বিচার না পেয়ে প্রধনামন্ত্রীর কাছে বিচার চান ভুক্তভোগী পরিবার।

/এনএএস

Exit mobile version