Site icon Jamuna Television

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুটি মৃত নবজাতক উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে একটি বাক্সে পরিত্যক্ত অবস্থায় দুটি মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে। উদ্যানের ছবির হাট গেট থেকে টিএসসি যাওয়ার পথে তাদের পড়ে থাকতে দেখা যায়।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ গেটের বিপরীত পাশে পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ পুলিশকে খবর দিলে শাহবাগ থানা পুলিশ এসে মরদেহ দুটিকে ঢাকা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করে।

কে বা কারা শিশু দুটির মরদেহ ফেলে গেছে প্রাথমিকভাবে জানতে পারেনি পুলিশ। তাদের ধারণা, রাতেরবেলা কেউ তাদের ফেলে যায়। পরিচয় জানা যায়নি কাপড়ে মোড়ানো শিশুদুটিরও।

/এডব্লিউ

Exit mobile version