Site icon Jamuna Television

ভাগিনাকে গলা কেটে ও ভাতিজা শ্বাসরোধে হত্যা, ৭ বছর পর আসামি গ্রেফতার

কুমিল্লায় আলোচিত জোড়া শিশু হত্যার মামলার আসামি মাজেদা বেগম।

কুমিল্লা ব্যুরো:

৭ বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার হলো কুমিল্লায় আলোচিত জোড়া শিশু হত্যার মামলার আসামি মাজেদা বেগম।

শনিবার (১২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ফটিক ছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-১১। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগরীর শাকতলায় র‍্যাব-১১, সিপিসি-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপপরিচালক মেজর সাকিব হোসেন। র‍্যাব জানায়, এ মাসের মধ্যেই মাজেদা প্রবাসে পাড়ি জমানোর কথা ছিল।

উল্লেখ, ২০১৪ সালের ২১ এপ্রিল, পারিবারিক কলহের জেরে লাজৈর গ্রামে সকাল ১১টার দিকে ইয়াসমিন তার বড় বোনের ছেলে রিফাত (৬) ও ভাসুরের ছেলে জসিমকে (৭) ফুঁসলিয়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নির্জন একটি খালের ধারে নিয়ে যায়। পরে ভুট্টাক্ষেতে নিয়ে রিফাতকে গলা কেটে ও জসিমকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে খালের কচুরিপানার নিচে ফেলে রাখে। এরপর গত ৭ বছর ধরে দেশের বিভিন্নস্থানে কখনও গার্মেন্টস কর্মী, কখনও গৃহপরিচারিকা আবার কখনও ওঝার কাজ করে পালিয়ে বেড়িয়েছেন মাজেদা।

/এনএস

Exit mobile version