Site icon Jamuna Television

দলের হারের পর বাকবিতণ্ডা, গুলিবিদ্ধ হয়ে সমর্থকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হারের পর এবার পালমেইরাসের এক সমর্থকের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর এবিসি নিউজের।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, পালমেইরাস ক্লাবের মাঠের পাশে খেলা দেখা শেষে নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সমর্থকরা। সেখানেই গুলিবিদ্ধ হন ৪২ বছর বয়সী এক সমর্থক। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। তবে দুষ্কৃতকারীদের হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাসও ছুঁড়ে।

প্রসঙ্গত, আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় চেলসি।

Exit mobile version