Site icon Jamuna Television

ভারতের হিজাব ইস্যুতে যা বললেন মার্কিন কূটনীতিক

ছবি: সংগৃহীত।

ভারতের কর্ণাটক রাজ্যের স্কুল-কলেজে হিজাব নিষিদ্ধের ঘটনাকে ‘ধর্মীয় স্বাধীনতার অবমাননা’ হিসেবে আখ্যা দিলেন মার্কিন কূটনীতিক অ্যাট লার্জ রাশাদ হুসাইন। নয়াদিল্লিতে নিযুক্ত এ মার্কিন রাষ্ট্রদূত তার নিজস্ব টুইটারে এ উদ্বেগ জানান। খবর দ্য হিন্দুর।

টুইটারে এ রাজনীতিক বলেন, হিজাব নিষিদ্ধের মাধ্যমে নারীদের কোণঠাসা করছে সংশ্লিষ্ট প্রশাসন। কলঙ্কিত করা হচ্ছে তাদের পর্দাপ্রথাকে। রাশাদ হুসাইন আরও বলেন, ধর্মীয় স্বাধীনতায় একজন ব্যক্তির তার পোশাক নির্বাচনের পূর্ণ ক্ষমতা দেয়া হয়েছে। এর ওপর অযাচিত হস্তক্ষেপ করতে পারে না কর্ণাটক রাজ্য সরকার।

মার্কিন কূটনীতিকের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়েছে, অভ্যন্তরীণ ইস্যুতে প্রভাব বিস্তারকারী মন্তব্যের এখতিয়ার নেই বিদেশি কর্মকর্তাদের। বিষয়টির বিচারিক তদন্ত করা হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই, হিজাব ইস্যুতে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়েছে উত্তাপ। এ নিয়ে দেশটির রাজনীতিকদের পাশাপাশি কথা বলেছেন সেলিব্রেটিরাও।

এসজেড/

Exit mobile version