Site icon Jamuna Television

ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দেয়ার সময় আবারও বেড়েছে

সার্চ কমিটির সদস্যবৃন্দ

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দেয়ার সময় আবারও বাড়ানো হয়েছে। বিএনপিসহ যেসব দল এখনও নামের তালিকা দেয়নি, তাদের আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে জমা দেয়ার আহ্বান জানিয়েছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির তৃতীয় ও শেষ বৈঠকে বিচারপতি ওবায়দুল হাসান আরও জানান, ইসি গঠনে প্রস্তাবিত সকলের নামের তালিকা সরকারি এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিন বিকেল ৪টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ৩য় ও শেষ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এই বৈঠকে যোগ দেননি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও মোবারক হোসেনসহ বেশ কয়েকজন। দ্বিতীয় দিনের এই বৈঠকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ১৮ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত আছেন।

Exit mobile version