Site icon Jamuna Television

শিখদের পাগড়ির মতো হিজাব ইসলামের অংশ নয়: কেরালার রাজ্যপাল

ছবি: সংগৃহীত।

ভারতে ক্রমেই হিজাব বিতর্ক নিয়ে উত্তজিত হচ্ছে রাজনীতির মাঠ। এ নিয়ে এবার মুখ খুলেছেন দেশটির কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। একটি টেলিভিশন সাক্ষাৎকারে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ হলে শিখদের পাগড়ি কেনো নিষিদ্ধ হবে না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছে, শিখদের পাগড়ি হলো তাদের ধর্মের অংশ। কিন্তু হিজাব ইসলাম ধর্মের অঙ্গ নয়। খবর আনন্দবাজার পত্রিকার।

এনিয়ে তিনি বলেন, হিজাব ইসলামের অঙ্গ নয়। কোরআনেও হিজাবের উল্লেখ রয়েছে মাত্র সাতবার। এটির সঙ্গে নারীদের পোশাক রীতির কোনো সম্পর্ক নেই। এটি পর্দার সঙ্গে সম্পর্কিত। যায় অর্থ আপনি ষখন কথা বলবেন, তার মাঝে একটি পর্দা থাকা উচিত।

রাজ্যপাল আরও বলেন, হিজাব পরে কলেজে প্রবেশের অধিকারের স্বপক্ষে যুক্তি হিসাবে শিখদের পাগড়ির প্রসঙ্গ আনা হচ্ছে। কিন্তু এটা ঠিক নয়। কারণ পাগড়ি হল তাঁদের ধর্মের অঙ্গ। কিন্তু হিজাব ইসলাম ধর্মের অত্যাবশকীয় অঙ্গ নয়।

এসজেড/

Exit mobile version