Site icon Jamuna Television

‘চতুর্থ শিল্পবিপ্লব সফলের জন্য কাজ করে যাচ্ছে রোটারিয়ানরা’

রোটারির প্রশিক্ষণ অনুষ্ঠানে গভর্নর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকীসহ অন্যান্য নেতৃবৃন্দ

রোটারিয়ানরা চতুর্থ শিল্প বিপ্লবের সাফল্যের জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রোটারি গভর্নর ব্যারিস্টার মোতাসিন বিল্লাহ ফারুকী।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

রোটারিয়ান মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নর (নির্বাচিত) ইঞ্জিনিয়ার এমএ ওয়াহাব, সাবেক গভর্নর খায়রুল আলম, রোটারির মহাসচিব (২০২২-২৩) আরিফ জেবতিক, রোটারিয়ান আতিকুর রহমান, ইকবাল সরকার প্রমুখ।

গভর্নর বলেন, একের পর এক সঙ্কটের মুখে পড়ছে বিশ্ব। সারা বিশ্বের রোটারিয়ানরা করোনাসহ নানা সঙ্কট মোকাবেলায় দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, রোটারি ৩০ লক্ষ মাস্ক বিতরণ করেছে, কোভিডের চিকিৎসা দিচ্ছে এবং দুস্থ মানুষের খাবার ও আশ্রয়েরর জন্য কাজ করছে।

গভর্নর (নির্বাচিত) ইঞ্জিনিয়ার ওয়াহাব বলেন, ভবিষ্যত চ্যালেঞ্জসমূহ মোকাবেলার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার রোটারিয়ানদের প্রশিক্ষনণের মাধ্যমে আরও দক্ষতা অর্জন করতে হবে। রোটারি প্রতি বছর প্রশিক্ষণের ওপর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

Exit mobile version