Site icon Jamuna Television

২০২০ সাল থেকে ৭৮ বার করোনা পজেটিভ!

ছবি: সংগৃহীত

২০২০ থেকে এখন পর্যন্ত মোট ৭৮ বার করোনায় আক্রান্ত হয়েছেন মুজাফফর কায়াসন (৫৬)। তিনি তুরস্কের বাসিন্দা। খবর নিউজ এইটিনের।

মুজাফফর কায়াসন একজন লিউকেমিয়ায় আক্রান্ত রোগী। তিনি ২০২০ সালের নভেম্বরে প্রথম করোনায় আক্রান্ত হন। এরপর কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাটান। কিছুটা সুস্থ হলে ফিরে যান বাড়িতে এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার অপেক্ষায় ইস্তানবুলে সারিয়ারে নিজ বাড়িতে আইসোলেশনে থাকেন।

৭ দিন বাদে করোনা পরীক্ষা করা হলে দেখা যায় তিনি ফের করোনা পজেটিভ। সেই শুরু! এরপর কয়েক দিন অন্তর যতবার করোনা পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট পজেটিভ এসেছে! ইতোমধ্যে দফায় দফায় ৯ মাস কাটিয়েছেন হাসপাতালে, পাঁচ মাস কাটিয়েছেন বাড়িতে। পরীক্ষা হয়েছে মোট ৭৮ বার, প্রতিবারই রিপোর্ট পজেটিভ এসেছে।
আরও পড়ুন: ৫ বছর বয়সে সন্তানের জন্ম! বিশ্বের কনিষ্ঠতম মা লিনা
ইউএইচ/

Exit mobile version