Site icon Jamuna Television

সিইসি হওয়ার প্রস্তাব পেলে ‘ভেবে দেখবেন’ সাখাওয়াত হোসেন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখবেন বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির তৃতীয় ও শেষ বৈঠকে অংশ নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটা জানিয়েছেন।

ইসি গঠনে জমা দেয়া সকলের নামের তালিকা প্রকাশ করা উচিত বলেও মন্তব্য করেছেন এম সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, এর আগে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনকে সিইসি করার প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ইসি গঠনের জন্য এম সাখাওয়াত হোসেন, বদিউল আলম মজুমদার ও সুলতানা কামালসহ ৫ জনের নাম প্রস্তাব করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

Exit mobile version