Site icon Jamuna Television

ফোনালাপ কীভাবে ফাঁস হলো তা খতিয়ে দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার ফোনালাপ কীভাবে রেকর্ড বা ফাঁস হলো তা খতিয়ে দেখার কথা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সড়ক নিরাপত্তা নিয়ে গঠিত টাস্কফোর্সের ১১১তম সভা শেষে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি কোনো সংস্থার এ ধরনের কাজ করার সুযোগ নেই। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি শুধু প্রয়োজনীয় বিষয় রেকর্ড করে। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কারও কথা রেকর্ড করা যায় না বলেও জানান আসাদুজ্জামান খান।

Exit mobile version