Site icon Jamuna Television

বরিশালে ৮ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার!

বরিশালে ৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী। রোববার (১৩ ফেব্রুয়ারি) সদরের হরিনাফুলিয়া এলাকায় এক পুকুরে মাছ ধরতে নেমে গজার মাছ ভেবে বিশাল অজগরটি ধরে স্থানীয় কয়েকজন যুবক।

পরে বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করা হয়। বন কর্মকর্তারা জানিয়েছেন, অজগর সাপটি দেশীয় প্রজাতির। এর বসবাস সুন্দরবনসহ বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে। জোয়ারের পানিতে ভেসে সাপটি বরিশালে ভেসে আসতে পারে বলে ধারণা তাদের।

অজগরটি সুন্দরবন বা পটুয়াখালীর বনে অবমুক্ত করা হবে বলে জানান বন কর্মকর্তারা।

Exit mobile version