Site icon Jamuna Television

ক্রিকেট খেলা নিয়ে বিরোধ, কিশোর খুন

ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর খিলগাওয়ে রাসেল নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, পুরাতন পুলিশ ফাড়ি মাঠে ডে -নাইট ক্রিকেট খেলার সময় প্রতিপক্ষের সাথে কথাকাটি হয় রাসেলের। পরে বউবাজার এলাকায় গেলে তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। উদ্ধার করে প্রথমে খিদমাহ হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় আকাশ, রানা ও সিরাজ নামে তিন যুবকে চিহ্নিত করা হয়েছে। খিলগাও স্টাফ কোয়ার্টার স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল রাসেল। তার গ্রামের বাড়ির বরিশালের বাকেরগঞ্জে।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version