Site icon Jamuna Television

যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদের মায়ের দাফন সম্পন্ন

ছবি: আনোয়ারা বেগম

যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদের মা আনোয়ারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার রাত ১২টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রোববার গ্রামের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। আনোয়ারা বেগম বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি চার পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোকাহত যমুনা পরিবার। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক ও কলাকুশলীবৃন্দ। শোক জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ ও সমাজের বিশিষ্টজনেরা।

Exit mobile version