Site icon Jamuna Television

উত্তাল শেখ জাররাহ্, দাঙ্গা ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৮ ফিলিস্তিনি

ইসরায়েলি পার্লামেন্টারি দফতর খোলাকে কেন্দ্র করে উত্তাল দখলকৃত শেখ জাররাহ্ এলাকা। রোববার (১৩ ফেব্রুয়ারি) সহিংসতা ছড়ানোর অভিযোগে এলাকাটিতে গ্রেফতার হন ৮ ফিলিস্তিনি।

কট্টর জায়নবাদী নেতা ইতামার বেন ভিরের সফরকে ঘিরে ছড়ায় উত্তেজনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সমর্থকদের জমায়েত হওয়ার আহ্বান জানান। দুপক্ষের মুখোমুখি সংঘাত রূপ নেয় দাঙ্গায়। জেরুজালেমের পূর্বাঞ্চলে বসবাসরত ইহুদিদের সহযোগিতায় খোলা হয়েছে নতুন সরকারি দফতর।

মূলত আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করেই সেখানে থাকছেন দুলাখের বেশি ইসরায়েলি। উল্টো সেখানকার জমির মালিক ৭৬ ফিলিস্তিনি পরিবারকে উৎখাতে গেলো বছর রায় শোনান ইসরায়েলের আদালত। তীব্র আন্দোলন-প্রতিরোধের মধ্যেও ভেঙে দেয়া হয় তাদের বসতভিটা।

/এডব্লিউ

Exit mobile version