Site icon Jamuna Television

লন্ডনে পানশালায় মেঝে ভেঙে গুরুতর আহত ১৩

লন্ডনের একটি পানশালায় দুতলার মধ্যবর্তী মেঝে ভেঙে গুরুতর আহত হয়েছেন ১৩ জন। রোববারই (১৩ ফেব্রুয়ারি) চারজনকে ভর্তি করা হয় হাসপাতালে। তাদের মধ্যে তিনজনের অবস্থা কিছুটা সংকটাপন্ন।

নিউ ইয়র্ক পোস্টের একটি খবরে জানানো হয়েছে, আহতদের চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে। ব্রিটিশ রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত ‘দি টু মোর ইয়ার’ পাবে ঘটে এ দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য দিনের তুলনায় জনবহুল ছিল পানশালাটি। কারণ, ফুটবল ভক্তরা জড়ো হয়েছিলেন সেখানে। দরজার বাইরে পর্যন্ত ছিল দর্শনার্থীদের লাইন। বিকাল সাড়ে ৪টা নাগাদ বিকট শব্দ শোনেন সবাই। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত হন অনেকেই।

/এডব্লিউ

Exit mobile version