Site icon Jamuna Television

দিনাজপুরে আদালত চত্বর থেকে পালানোর ৬ দিন পর ৬ মামলার আসামি আটক

আটককৃত লুৎফর

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর চিফ জুডিশিয়াল আদালত চত্বর থেকে হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাইসহ ৬টি মামলার পালিয়ে যাওয়া আসামি লুৎফর রহমানকে ৪ দিন পর ঢাকার কালিকাপুর থেকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ। গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আদালতে তোলার সময় পালিয়ে যায় লুৎফর।

কোতোয়ালী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, জেলা কারাগার থেকে হাজিরা দেয়ার জন্য আদালতে আনা হয় লুৎফরকে। সকাল ১১ টার দিকে আদালতে তোলার পথে সকলের সামনে থেকে রহস্যজনকভাবে সে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, গোপনে বিভিন্ন জায়গায় অবস্থানের পর লুৎফর ঢাকার কালিকাপুরে আত্মগোপন করে। সেখানে থেকে রোববার (১৩ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) লুৎফরকে আদালতে তোলার কথা রয়েছে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে তাকে দিনাজপুরে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এসএইচ



Exit mobile version