Site icon Jamuna Television

অদম্য আবেদার মুকুটে আরও এক পালক

জন্ম থেকে দুই পা নেই। তবুও হাল না ছেড়ে মনের জোরে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের অদম্য সেই তরুণী আবেদা আঞ্জুম স্মৃতি। ময়মনসিংহের ফুলবাড়ীয়ার এ তরুণী এবার আলিম পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছেন সফলতাও।

এবার আলিম পরিক্ষায় ভবানীপুর ফাজিল সিনিয়র মাদরাসা থেকে জিপিএ ৩.৭৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। উপজেলার ভবানীপুর নামাপাড়া গ্রামের আব্দুল আওয়াল-সুফিয়া খাতুন দম্পতির মেয়ে স্মৃতি। দুই ভাই তিন বোনের মধ্যে সবার ছোট সে। দেড় বছর বয়সে বাবাকে হারিয়েছে। মা সুফিয়া খাতুনের কোলে চড়ে পিইসি ও জেডিসি পাস করেছে।

আবেদার কথা এর আগেও যমুনার খবরে তুলে ধরা হয়েছিল। জন্ম থেকেই পা নেই তার। স্মৃতির পথচলার গল্প এক সাহসী তরুণীর সংগ্রামের গল্প।

স্মৃতিকে নিয়ে প্রচারিত আগের প্রতিবেদনটি পড়ুন এখানে।

Exit mobile version