Site icon Jamuna Television

ভারতে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের তীব্র নিন্দা জানালো পাকিস্তান

ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। রোববার (১৩ ফেব্রুয়ারি) এই ইস্যুতে দেশটিতে বিক্ষোভ করেন হাজারও নারী।

জানা গেছে, পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে হয়েছে বিশাল এ জনসমাবেশ। সেখানে, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধকরণকে মুসলিমদের ওপর মোদি সরকারের নিপীড়ন হিসেবে আখ্যা দেন বিক্ষোভকারীরা।

তাদের অভিযোগ, ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ভারতের সুখ্যাতি থাকলেও, হিজাব নিষিদ্ধের মাধ্যমে সে সুখ্যাতি নষ্ট করা হচ্ছে, ভূলুণ্ঠিত হচ্ছে মানবাধিকার।

আন্দোলনকারীরা আরও জানান, মুসলিম নারীর মৌলিক অধিকার পর্দা। সুতরাং, সেটিকে সম্মান জানানো উচিত।

প্রসঙ্গত, গেলো বছর ডিসেম্বরে কর্ণাটকের একটি কলেজে ৬ শিক্ষার্থীকে হিজাব পরিধানের কারণে ক্লাসে বসতে দেয়া হয়নি। এ ঘটনায় রিট পিটিশন দাখিল করেন এক শিক্ষার্থী। গেলো সপ্তাহে বিশালাকার ধারণ করে এ বিক্ষোভ।


/এসএইচ

Exit mobile version