Site icon Jamuna Television

নিখোঁজের এক মাস পর মুক্তি পেলেন আফগান নারী অধিকার কর্মী

ছবি: সংগৃহীত।

নিখোঁজের প্রায় এক মাস পর মুক্তি পিলেন আফগানিস্তানের নারী অধিকার কর্মী তামানা জারিয়াবি পারিয়ানি। শনিবার (১২ ফেব্রুয়ারি) এই নারীকে মুক্তি দেয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত ১৯ জানুয়ারি একদল বন্দুকধারী বাসা থেকে তুলে নিয়ে যায় তামানাকে। যদিও তাকে তুলে নেয়া বা আটকের কথা আনুষ্ঠানিক ভাবে অস্বীকার করে তালেবান। গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই নারীদের অধিকার কেড়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে সংগঠনটির বিরুদ্ধে। কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে অংশ নিতে না দেয়ার জেরে শুরু হয় বিক্ষোভ। অন্য নারীদের সাথে সেই বিক্ষোভে যোগ দেন নারী অধিকার কর্মী তামানা। যদিও মুক্তির পর কোথায় আছেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই জানা যায়নি।

এসজেড/

Exit mobile version