Site icon Jamuna Television

শ্রীলঙ্কার পার্লামেন্ট ৮ মে পর্যন্ত স্থগিত

পার্লামেন্টের সব কার্যক্রম ৮ মে পর্যন্ত স্থগিত করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বৃহস্পতিবার এই ঘোষণা দেন তিনি।

প্রেসিডেন্টের সেক্রেটারি জানান, পার্লামেন্ট স্থগিতের কারণ সম্পর্কে এখনই জানানো হবে না। তবে অচলাবস্থার মধ্যেই ২৩ এপ্রিল একটি বিশেষ অধিবেশন বসবে। যেখানে শপথ গ্রহণ করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

বুধবার মন্ত্রিপরিষদে রদবদলের ঘোষণা দেন সম্প্রতি পার্লামেন্টের আস্থা ভোটে টিকে যাওয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে’র সরকার। তিনি বলেন, ঢেলে সাজানো হবে প্রশাসন। এরপরই এলো প্রেসিডেন্টের এই তাৎক্ষণিক সিদ্ধান্ত। পুঁজিবাজার কেলেঙ্কারি এবং ক্যান্ডি রাজ্যের সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধে ব্যর্থতার দায়ে গত সপ্তাহে পার্লামেন্টের অনাস্থা প্রস্তাবের মুখে পড়ে বিক্রমাসিংহে সরকার।

Exit mobile version