Site icon Jamuna Television

ছাত্রলীগ নেত্রী ইশা নির্দোষ, বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহান ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পূর্নবহাল করা হয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করায় ছাত্রীদের ওপর নির্যাতন অভিযোগে ইশাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বলে জানা গেছে।

Exit mobile version