Site icon Jamuna Television

এনআইডি না থাকলেও ১২ বছরের ঊর্ধ্বে নিবন্ধন ছাড়াই টিকা নেয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলেও ১২ বছরের ঊর্ধ্বের যে কেউ নিবন্ধন ছাড়াই টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার, ডায়ালাইসিস ও অক্সিজেন প্লান্ট উদ্বোধন শেষে সাংবাদিতদের একথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ মানুষকে এ পর্যন্ত টিকার আওতায় আনা হয়েছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় ১৭ কোটি মানুষ টিকা দেয়া হয়েছে।

Exit mobile version