Site icon Jamuna Television

রোমাঞ্চকর লড়াইয়ে খুলনাকে হারালো চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

একমাত্র এলিমিনেটর ম্যাচে খুলনাকে ৭ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের দেয়া ১৯০ রানের টার্গেটে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে মুশফিকুর রহিমের দল খুলনা টাইগার্স।

শুরুটা ভালো হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন জাকির হোসেন। থিতু হতে পারেননি অধিনায়ক আফিফ হোসেনও। কেনার লুইস ৩৯ আর শামীম হোসেন ১০ করে ফিরলে ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। তবে চাডউইক ওয়াল্টন ও মেহেদী মিরাজের বিধ্বংসী ব্যাটে ১৮৯ রানের পুঁজি পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাত্র ৪৪ বলে ৮৯ রান করেন চ্যাডউইক।

জবাবে মেহেদি হাসান, সৌম্য সরকাররা দ্রুত ফিরলে ৪৩ রানে ২ উইকেট হারায় খুলনা। ৪৩ রান করে মুশফিক ফিরলে ভাঙ্গে তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি। এরপর ফ্লেচার আর ইয়াসির রাব্বির ৬৫ রানের জুটিতে আশা দেখে খুলনা। রাব্বি ২৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে ফেরেন। ৮০ রানে অপরাজিত থাকা ফ্লেচার শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি।

ইউএইচ/

Exit mobile version