Site icon Jamuna Television

‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়া সেই হিজাবি শিক্ষার্থীকে নিয়ে ভারতে ছড়াচ্ছে গুজব!

ছবি: সংগৃহীত।

গেরুয়া উত্তরীয় পরা একদল উদ্যত তরুণের সামনে নির্ভিক ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়া সেই ভারতীয় শিক্ষার্থী মুসকান খানকে ঘিরে ভারতজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। বিষয়টি বর্তমানে ভারতের গণ্ডি পেরিয়ে ছড়িয়েছে বিশ্বের অন্যান্য দেশেও। তবে এই তরুণীকে ঘিরে তৈরি হয়েছে নানা গুজব। বিভিন্ন ইউটিউব চ্যানেলে লাখ লাখ ভিউ-কমেন্ট ও শেয়ার হচ্ছে এসব ভুয়া তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের তথ্য বলছে, আল্লাহু আকবার স্লোগান দেয়ার জন্য মুসকানকে সালমান খান ও আমির খান ৩ কোটি রুপি উপহার দিয়েছেন। এছাড়া তুরস্কের সরকারও মুসকানকে ২ কোটি রুপি দেয়ার ঘোষণা দিয়েছে বলে এসব ইউটিউব চ্যানেলে প্রচার করা হচ্ছে।

তবে এ খবর সম্পূর্ণ মিথ্যা এবং গুজব বলে নিশ্চিত করেছে জি নিউজ। সেই সাথে, খবরের সত্যতা যাচাই সংস্থাকারী সংস্থা ‘ফ্যাক্টলি’ এই খবর ভুয়ো বলে ঘোষণা করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, মুসকানকে কেউ কোনো টাকা দেয়নি। এই খবর পুরোটাই রটনা। তবে ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না তা এখনও জানা যায়নি।

এসজেড/

Exit mobile version