Site icon Jamuna Television

কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর পেলো না বরিশাল

ছবি: সংগৃহীত

বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোরের আশা জাগিয়েও ১৪৩ রানের বেশি সংগ্রহ করতে পারেনি সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কুমিল্লাকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে শিরোপাপ্রত্যাশী বরিশাল।

মুনিম শাহরিয়ার তার ভালো ফর্ম অব্যাহত রেখেছেন এই ম্যাচেও। ক্রিস গেইলকে সাথে নিয়ে এই ডানহাতি ওপেনার ভালো শুরু এনে দেন দলকে। ১৯ বলে ২২ রান করে গেইল বিদায় নিলে ভাঙে ৩৮ বলে ৫৮ রানের ওপেনিং জুটি। মুনিম শাহরিয়ারের ৩০ বলে ৪৪ রানের ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছয়। কিন্তু এরপর নাজমুল শান্ত-সাকিব আল হাসানরা কেউই বড় স্কোর করতে না পারলে বড় সংগ্রহের আশা পূরণ হয়নি বরিশালের। এরপর জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, ডোয়াইন ব্রাভোদের ছোট ছোট ইনিংসে ১৪৩ রানের মামুলি স্কোর দাঁড় করায় বরিশাল।

টানা পাঁচ ম্যাচে দুর্দান্ত ব্যাট করার পর কোয়ালিফায়ার ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব। মাত্র ১ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন এই দেশসেরা অলরাউন্ডার। কুমিল্লার পক্ষে শহিদুল ৩ ও মঈন আলী নেন ২ উইকেট।

এম ই/

Exit mobile version