Site icon Jamuna Television

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীতে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় হোসেন শাহ নামে এক মুদি দোকানি নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে শহরের ইউএমসি জুটমিল সড়কের সাটিরপাড়া কালিকুমার স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন শাহ (৬০) শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার মৃত কাদের মুন্সির ছেলে।

শহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ ও স্থানীয়রা জানান, সাটিরপাড়া কালিকুমার স্কুল অ্যান্ড কলেজ এলাকার নিজ মুদি দোকানে যাওয়ার পথে সড়ক পার হচ্ছিলেন হোসেন শাহ। এ সময় শহরের সাটিরপাড়া থেকে ইউএমসি জুটমিল এলাকায় বেপরোয়া গতিতে যাওয়ার পথে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ মোটরসাইকেলটি জব্দ ও চালককে আটক করেছে।

ইউএইচ/

Exit mobile version