Site icon Jamuna Television

কুমিল্লায় পাঁচ সাংবাদিকের নামে সাইবার ট্রাইব্যুনালে মামলা, প্রতিবাদে মানববন্ধন

ছবি: সংগৃহীত

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার তিতাসের এক মাদরাসা সুপারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন এমন সংবাদ প্রকাশের জের ধরে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। স্থানীয় সাংবাদিকরা এর প্রতিবাদে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) তিতাস প্রেসক্লাবের আয়োজনে বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, তিতাস প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন, বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি এম করিম সরকার, দাউদকান্দি প্রেসক্লাবের সহ-সভাপতি হানিফ খান, সাংবাদিক মুন্সি সামসুদ্দিন আহমেদ সাগর, তিতাস প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ কাশেম ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হালিম সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. সজিব হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি তিতাসের দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) দাখিল মাদরাসা সুপার মো. ইব্রাহীম খলিলের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি ও নারী কেলেঙ্কারি অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে। ওই সংবাদ তিতাসে কর্মরত ১৫-২০ মজন সাংবাদিক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ অনলাইন পোর্টালে ফলাও করে প্রকাশিত হয়। এরই জের ধরে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওই মাদরাসা সুপার বাদী হয়ে দৈনিক ইনকিলাব পত্রিকার তিতাস (কুমিল্লা) সংবাদদাতা মো. আসলাম, দৈনিক মানব জমিন পত্রিকার তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার কুমিল্লা উত্তর প্রতিনিধি মো. জহিরুল ইসলাম পাশাসহ ২২ জনের নামে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

ইউএইচ/

Exit mobile version