Site icon Jamuna Television

এবাদতকে হারিয়ে মাস সেরা পুরুষ ক্রিকেটার কিগান পিটারসেন

ছবি: সংগৃহীত

আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে বাংলাদেশের পেসার এবাদত হোসেনকে হারিয়েছেন দক্ষিণ আফ্রিকান তরুণ ব্যাটার কিগান পিটারসেন। আজ (১৪ ফেব্রুয়ারি) আইসিসির ওয়েবসাইটে মাস সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়। এছাড়া জানুয়ারি মাসের সেরা প্রমীলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংলিশ অধিনায়ক হিদার নাইট।

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দেয়া পারফরমেন্স করে জানুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার লড়াইয়ে ভালোভাবেই ছিলেন এবাদত। কিন্তু তাকে টপকে জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন প্রোটিয়া টপ অর্ডার কিগান পিটারসেন। ভারতের বিপক্ষে হোম সিরিজে দারুণ ব্যাট করার পুরস্কারস্বরূপ মাস সেরা হন তিনি।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে পরাজিত হওয়ার পরও দুটি টেস্ট জিতে সিরিজটি নিজেদের করে নেয়ার পথে ব্যাট হেসেছে কিগান পিটারসেনের। ৬১ গড়ে ২৪৪ রান সংগ্রহ করেন এই তরুণ ডানহাতি ব্যাটার।

আরও পড়ুন: আইপিএল নিলামে অবিক্রিতদের নিয়ে ইএসপিএনের সেরা একাদশ

Exit mobile version