Site icon Jamuna Television

দক্ষিণ চীন সাগরে চীনের সবচেয়ে বড় সামরিক মহড়া

দক্ষিণ চীন সাগরে সবচেয়ে বড় সামরিক মহড়া সম্পন্ন করলো চীন। সাগরের বিতর্কিত অঞ্চলটিতে প্রথমবারের মতো এমন প্রকাশ্য মহড়ার মাধ্যমে বিশ্বের কাছে শক্তিমত্তা প্রর্দশন করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার নৌ-বাহিনীর এ মহড়ায় উপস্থিত ছিলেন খোদ প্রেসিডেন্ট।

মহড়ায় অংশ নেয়, দেশটির উন্নততম অস্ত্র-প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজাত সশস্ত্র বাহিনী ‘পিপল’স লিবারেশন আর্মি’। প্রথমবারের মতো প্রদর্শিত হয় চীনের উড়োজাহাজবাহী রণতরী বহর। বর্তমান পরিস্থিতিতে এ মহড়ার গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট জিনপিং বলেন, শক্তিশালী জাতি ও সেনাবাহিনী গড়ে তুলতে সহায়ক এ ধরনের মহড়া। এসময় বিশ্বে চীনের অবস্থান জোরদারে দেশটির সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার ওপরেও জোর দেন তিনি। আঞ্চলিক প্রভাব বিস্তার ও বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধের মধ্যেই অনুষ্ঠিত হলো মহড়াটি।

Exit mobile version