Site icon Jamuna Television

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। নিহত জহুরুল ইলাম (১৬) পাবনার বামুনডাঙ্গার আতাইকুলা গ্রামের জিলাল মণ্ডলের ছেলে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটের দিকে জহুরুলের সঙ্গীরা তার কক্ষে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান জানান তারা, সহপাঠীরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে জহুরুলকে নামিয়ে আনে এবং কর্মকর্তাদের খবর দেয়। দ্রুত হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে এক কিশোর আত্মহত্যা করেছে। কেন্দ্রের সহকারী পরিচালক এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা করেছেন। মৃত জহুরুলকে একটি হত্যা মামলায় গত বছরের ৩০ নভেম্বর পাবনা থেকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

জেডআই/

Exit mobile version