Site icon Jamuna Television

ঝালকাঠিতে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ; নিহত ১

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোস্তফা হাওলাদার নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী শঙ্কর মিত্র আহত হয়েছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার গাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক মোস্তফা পিরোজপুরের মঠবাড়ি উপজেলার হোসেন আলী হাওলাদারের ছেলে। নিহত মোস্তফা ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, মঠবাড়ি থেকে যাত্রী নিয়ে স্বরূপকাঠির উদ্দেশে যাচ্ছিলেন মোস্তফা। পথিমধ্যে রাজাপুর উপজেলার গাজিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক চালক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বগুড়ায় পার্কে অভিযান চালিয়ে স্কুল-কলেজ শিক্ষার্থীদের বাড়ি পাঠালেন ম্যাজিস্ট্রেট

জেডআই/

Exit mobile version