Site icon Jamuna Television

বাংলাদেশের কৃষি খাতে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

কৃষির সর্বাধুনিক প্রযুক্তি বাংলাদেশে হস্তান্তরে আগ্রহী নেদারল্যান্ডস। পাশাপাশি, তাদের বন্দরের সদ্ব্যব্যবহার করে বাণিজ্যিকভাবেও উপকৃত হতে পারে ঢাকা। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, বিদ্যমান সুযোগ সুবিধা কাজে লাগাতে চেষ্টা করছে সরকার।

ঠান্ডার দেশের অনিন্দ্য সুন্দর টিউলিপ ফুল ফুটছে এখন বাংলাদেশে। নেদারল্যান্ডস থেকে গাজিপুরের কৃষক দেলোয়ার বীজ আনেন প্রথমে। জানা ছিল না কিছুই, তবুও তার বিশ্বাস ছিল ফুল ফুটবেই। গাজীপুরের লালমাটিতে ফুটেছেও তা। একটা কিছু করে ফেলার এই অদম্য প্রচেষ্টাই বাংলাদেশের শক্তি। প্রযুক্তিতে দারুণ অগ্রসর দেশটি হতে পারে এদেশে কৃষি উৎপাদন বাড়াতে বিশ্বস্ত অংশীদার।

বিশ্বের ১৬তম অর্থনীতি নেদারল্যান্ডস। অর্থনৈতিক রাজধানী আর্মস্টার্ডাম থেকেই ব্যবসা পরিচালনা করে অনেক বহুজাতিক কোম্পানি। সম্প্রতি জাপান টোব্যাকো বাংলাদেশে যে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, তাও হয়েছে সেখান থেকেই। আর বিখ্যাত রটার্ডম বন্দর পণ্য পরিবহণ আর খালাসের বিশ্বস্ত ঠিকানা। সরকারের সাথে সম্পর্কের পাশাপাশি বেসরকারি খাতেও ব্যবসা বাণিজ্য বাড়ছে নেদারল্যান্ডসের সাথে।

এসজেড/

Exit mobile version