Site icon Jamuna Television

ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি কিশোর নিহত

ছবি: সংগৃহীত।

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিন কিশোর নিহত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ইসরায়েলি অভিযানে আহত হয়েছে আরও ১০ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরের যে এলাকা দখল করা হয়েছে, সেখানকার সিলাত আল-হারিথিয়া গ্রামে হত্যা করা হয় তাকে। ১৭ বছর বয়সী নিহত কিশোরের নাম মোহাম্মাদ আবু সালেহ। এই ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গ্রামটিতে শীর্ষ সন্ত্রাসী বসবাস করে এমন খবরে চালানো হয়েছে অভিযান। এসময় শতশত ফিলিস্তিতি তাদের ওপর আক্রমণ করে বলেও অভিযোগ তোলা হয়।

সোমবারই নিহত কিশোরের মরদেহ দাফন করা হয়েছে। গোটা অঞ্চলে পালিত হচ্ছে শোক। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। জড়িতদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তারা।

এসজেড/

Exit mobile version