Site icon Jamuna Television

চট্টগ্রামে বিচারককে ঘুষি মেরে আটক প্রবাসী

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের জিইসি মোড়ে বিচারককে মারধরের অভিযোগে রানা মুর্তজা নামের এক প্রবাসীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আরাফাত হোসেন। হামলার শিকার মো. অলি উল্লাহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম আদালতে কর্মরত।

পুলিশ কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, জিইসি মোড়ে ওয়েল ফুডের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় বিচারককে ধাক্কা দেয় রানা মর্তুজার চলন্ত গাড়ি। প্রতিবাদ করলে রানা গাড়ি থেকে নেমে বিচারককে ঘুষি মারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে আটক করে পাঁচলাইশ থানায় নিয়ে যায়। এ নিয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

/এডব্লিউ

Exit mobile version