Site icon Jamuna Television

এবার বাজারে এলো ‘পুস্পা’ শাড়ি, চাহিদা তুঙ্গে!

ছবি: সংগৃহীত

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ভারতীয় সিনেমা ‘পুস্পা: দ্য রাইজ’ মুক্তির পরপরই আলোড়ন তুলেছে। একই সঙ্গে এই সিনেমার গান ও সংলাপ নেটিজেনদের মাঝেও তুমুল জনপ্রিয়তা লাভ করে। সিনেমাটির গানের সঙ্গে নাচ অথবা সংলাপ নকল করে ভিডিও তৈরির ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়ায়।

সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি- কেউই বাদ যাচ্ছেন না এই ট্রেন্ড থেকে। এবার তার আঁচ লাগলো ফ্যাশনেও। বাজারে এলো‘ পুস্পা’ শাড়ি। অভিনব এই শাড়ি মন ছুঁয়েছে ফ্যাশনিয়েস্তাদের।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, গুজরাটের সুরাটের এক শাড়ি ব্যবসায়ী এটি তৈরি করেছেন। ‘চরঞ্জিত ক্রিয়েশন’ নামের দোকানে মিলছে অভিনব এই শাড়ি। জানা গেছে, পুস্পা সিনেমার জনপ্রিয়তা দেখেই এমন শাড়ি তৈরির উদ্যোগ নেন ‘চরঞ্জিত ক্রিয়েশন’ এর সত্ত্বাধিকারী চরণপাল সিং।

চরণপাল সিংয়ের দাবি, অভিনব এই শাড়ির চাহিদাই অন্যরকম। যে দেখছেন, সেই শাড়িটি কেনার ইচ্ছা প্রকাশ করছেন। চাহিদা অনুযায়ী জোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের মতো বড় রাজ্য থেকে তার পুস্পা শাড়ির অর্ডার আসছে।

প্রথমে কয়েকটা শাড়ি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন চরণপাল সিং। ভাবেননি যে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে তার পুস্পা শাড়ি। সোশ্যাল মিডিয়ায় শাড়ির ছবি ভাইরাল হওয়ার পর থেকেই আলোচনায় চলে আসে পুস্পা শাড়ি।

ইউএইচ/

Exit mobile version