Site icon Jamuna Television

ইউক্রেনের রাজধানী থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত।

সীমান্তে আরও শক্তি বৃদ্ধি করছে রাশিয়া। যেকোনো সময় ইউক্রেনে হামলা করতে পারে রুশ সেনাবাহিনী, এমন আশঙ্কায় দেশটির রাজধানী কিয়েভ থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এ ঘোষণা দিয়ে জানান, সাময়িকভাবে মার্কিন দূতাবাসের কার্যক্রম ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভ শহরে পরিচালিত হবে। খবর রয়টার্সের।

তবে রাজধানী থেকে দূতাবাস সরিয়ে নিলেও ইউক্রেন সরকারের সাথে যাবতীয় কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে জানান ব্লিঙ্কেন। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে চলমান সংকট মোকাবেলায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তবে সম্ভাব্য রুশ হামলার কথা মাথায় রেখে দূতাবাস সাময়িকভাবে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, ইউক্রেন নিয়ে রাশিয়ার মাথাব্যাথার মূল কারণ পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। ২০০৮ সালে ন্যাটো ঘোষণা দেয়, জোটের অংশ হতে পারবে ইউক্রেন। এখানেই ঘোর আপত্তি রাশিয়ার। কারণ তেমন হলে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী রুশ সীমান্তে চলে আসবে, যা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই এনিয়ে পুতিন বলেছিলেন, ইউক্রেন যদি এমন কোনো সিদ্ধান্ত নেয়, তবে পরিস্থিতি যুদ্ধের দিকে যাবে।

এসজেড/

Exit mobile version