Site icon Jamuna Television

বিএনপি সার্চ কমিটির সব ধরনের কার্যক্রম প্রত্যাখ্যান করেছে: রিজভী

কথা বলছেন রুহুল কবির রিজভী আহমেদ

বিএনপি সার্চ কমিটির সব ধরনের কার্যক্রম প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা জানান তিনি।

রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, আগে নির্বাচন কমিশন গঠনে যোগ্য ও গুণী ব্যক্তিদের নাম প্রস্তাব করা হতো। আর এখন নির্বাচন কমিশনের দায়িত্ব পেতে মিছিল নিয়ে সার্চ কমিটিতে যায় অনেকে। এরা নির্বাচন কমিশনের দায়িত্ব পেলে দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হুমকিতে পড়বে।

তিনি আরও বলেন, কে এম নূরুল হুদা কমিশন দিনের ভোট রাতে আর বিনা ভোটে এমপি করার নতুন মডেল তৈরি করেছেন। দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য সরকার দায়ী। এদের কাছ থেকে গণতন্ত্র আশা করা যায় না।

Exit mobile version