Site icon Jamuna Television

আবারও হাসপাতালে পেলে

ছবি: সংগৃহীত

আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলে। গত বছর ধরা পড়া কোলন টিউমারের চিকিৎসার জন্যই হাসপাতালে যেতে হয়েছে তাকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ছবি পোস্ট করে এ খবর জানান পেলে নিজেই।

গত বছর ৪ সেপ্টেম্বর ধরা পড়া কোলন টিউমারের অস্ত্রোপচার করা হয় ৮১ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির। কিন্তু তা থেকে পুরোপুরি সেরে উঠতে এখনও কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। তাই নিয়মিত চিকিৎসকের শরনাপন্ন হচ্ছেন পেলে।

পেলের ইনস্টাগ্রাম পোস্ট।

ইনস্টাগ্রামে নিজের ভক্তদের উদ্দেশ্য করে শারীরিক অবস্থা জানান পেলে। সেই সাথে তিনি যে সুপার বোল টুর্নামেন্ট দেখতে বড় টিভি ও পপকর্ন অর্ডার করেছেন তাও জানান ভক্তদের। সাও পাওলোর এক হাসপাতালে চিকিৎসা চলছে এই ফুটবল সম্রাটের।

আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত ম্যাচ পুনরায় খেলার নির্দেশ ফিফার

Exit mobile version