Site icon Jamuna Television

মাথায় আঘাত পেয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন স্মিথ

উড়ন্ত স্টিভেন স্মিথ। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন স্টিভেন স্মিথ। সিডনিতে ২য় টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পান এই অজি ব্যাটার।

রোববার (১৩ ফেব্রুয়ারি) ম্যাচের শেষ ওভারে ফিল্ডিংয়ের সময় মাথা আঘাত পান স্মিথ। ছয় আটকাতে গিয়ে প্রাণপণ চেষ্টায় দুর্দান্ত এক ক্যাচ নিয়ে সাথে সাথেই বল মাঠের ভেতরে ছুঁড়ে দেন স্মিথ। কিন্তু তিনি আছড়ে পড়েন আর মাথা বেশ জোরেই ধাক্কা খায় মাটিতে। এরপর স্মিথকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।

আরও পড়ুন: আইপিএল নিলামে দল পাননি যেসব ভারতীয় তারকা

অবশ্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মিথ নিজেই জানান তিনি ভালো আছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, স্মিথের পূর্ণ সুস্থতার জন্য ছয়-সাত দিন সময় লাগতে পারে।

আরও পড়ুন: ছক্কা বাঁচাতে গিয়ে মাথায় আঘাত পেলেন স্টিভ স্মিথ

Exit mobile version