Site icon Jamuna Television

নিজ দেশের টেনিস খেলোয়াড়কে মেরে ফেলেছেন মুসাকান্দা

ছবি: সংগৃহীত

গাড়ি চাপা দিয়ে নিজ দেশের টেনিসের তারকা খেলোয়াড়কে মেরে ফেলেছেন জিম্বাবুয়ের বিতর্কিত ক্রিকেটার তারিসাই মুসাকান্দা।

২০২০ সালে মদ্যপান করে গাড়িয়ে চালিয়ে ক্লাব থেকে বহিষ্কৃত হয় মুসাকান্দা। আর এবার ১৬ জানুয়ারি হারারেতে রাত ১০টার দিকে এক পথচারীকে গাড়িচাপা দেয় মুসাকান্দা। পরে নিজেই পথচারীকে হাসপাতালে ভর্তি করেন। ১১ দিন চিকিৎসাধীন থাকার পর ২৭ জানুয়ারি মৃত্যুবরণ করেন দুর্ঘটনার শিকার ব্যক্তি। পরে জানা যায় তিনি গিনেস চিঙ্গোকা, যিনি টেনিসের মর্যাদাপূর্ণ আসর ডেভিস কাপে জিম্বাবুয়ের হয়ে প্রতিনিধিত্ব করেন।

২৮ জানুয়ারি থানায় দুর্ঘটনার রিপোর্ট করেন মুসাকান্দা। এরপরই তার বিরুদ্ধে হত্যা আর যথা সময়ে না জানানোর গাফিলতির অপরাধে মামলা করে পুলিশ। এরই মধ্যে আদালতে হাজিরা দিতে হয়েছে মুসাকান্দাকে।

আরও পড়ুন: মাথায় আঘাত পেয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন স্মিথ

Exit mobile version