Site icon Jamuna Television

অধরা শিরোপার লড়াইয়ে নামছে গার্দিওলার ম্যান সিটি

ছবি: সংগৃহীত

অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার লড়াইয়ে মাঠে নামছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। আজ (১৫ ফেব্রুয়ারি) পর্তুগীজ ক্লাব স্পোর্টিং লিসবনের আতিথ্য নেবে ইংলিশ লিগে দুর্দান্ত ফর্মে থাকা গার্দিওলার শিষ্যরা। খেলাটি শুরু হবে রাত ২টায়।

গেলো বারের ফাইনালিস্ট ম্যান সিটি এবার শিরোপা জিততে চায়। তাই প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরাটাই এখন মূল লক্ষ্য সিটিজেনদের। মুখোমুখি ৩ বারের দেখায় অবশ্য দুই বারই জয় পেয়েছে স্পোর্টিং লিসবন। সবশেষ ২০১২ সালের দেখায় অবশ্য একমাত্র জয়টি পেয়েছিল ম্যানচেস্টার সিটি।

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, আমরা গেলো বারের থেকে ভালো ফল নিয়ে ফিরতে চাই। সেই লড়াইটা এরই মধ্যে শুরু হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্ব বলে বোঝানো যাবে না। তবে আমার কাছে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ সমান গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: মেসি-এমবাপ্পেদের বিরুদ্ধে আজ রিয়ালের লড়াই

Exit mobile version