Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ফিল্ডিং কোচ রাজিন সালেহ

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার রাজিন সালেহ।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য সাবেক এই খেলোয়াড়কে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ব্যাটিং এবং বোলিং এর পাশাপাশি ফিল্ডিং এ দুর্দান্ত ছিলেন রাজিন সালেহ। ক্রিকেট ক্যারিয়ারে ২৪ টেস্টে ২৫.৯৩ গড়ে রাজিন করেছেন ১১৪১ রান। এছাড়া ৪৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে এই ব্যাটিং অলরাউন্ডার সংগ্রহ করেছেন ১০০৫ রান।

আরও পড়ুন: নিজ দেশের টেনিস খেলোয়াড়কে মেরে ফেলেছেন মুসাকান্দা

এর আগে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ ছিলেন রায়ান কুক। দলের ফিল্ডিংয়ের ক্রমাগত দুর্দশায় রায়ানের সাথে চুক্তি নবায়ন করেনি বিসিবি।

আরও পড়ুন: সিলেটে আফগান ক্রিকেটার ও কোচিং স্টাফ করোনায় আক্রান্ত

Exit mobile version