Site icon Jamuna Television

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘটে গেলেন অস্ট্রেলিয়ার নার্সরা

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় এক দশকের মধ্যে প্রথমবার ধর্মঘটে গেলেন সিডনির নার্সরা। মঙ্গলবারের (১৫ ফেব্রুয়ারি) বিক্ষোভ থেকে উঠে বেতন এবং দক্ষ জনবল বৃদ্ধির জোরালো দাবি।

জনস্বাস্থ্য সুরক্ষা বিষয়টি মাথায় রেখে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলো প্রশাসন। কিন্তু তা উপেক্ষা করেই পথে নামেন হাজার-হাজার নার্স ও মিডওয়াইভসরা। যার ফলে রাজ্যটির দেড় শতাধিক হাসপাতাল হয়ে পড়ে কর্মীশূন্য। বেতন ন্যুনতম আড়াই শতাংশ বৃদ্ধির দাবি বিক্ষোভকারীদের।

নতুন ভ্যারিয়েন্টের প্রভাবে, গেলো নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় বেড়েছে করোনার সংক্রমণ। গেলো তিন মাসে সংক্রমিত হয়েছেন ২৬ লাখের বেশি মানুষ। বেড়েছে হাসপাতালে রোগী ভর্তির পরিমাণও। সে তুলনায় কম মৃত্যুহার।

Exit mobile version