Site icon Jamuna Television

হবিগঞ্জে আগুনে পুড়ে ছাই ৮ টি বাসা

হবিগঞ্জে আসবাবপত্রসহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্ত ৮ টি বাসা

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ শহরের গার্নিংপার্ক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮টি বাসার মালামালসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে গার্নিংপার্ক এলাকার মোস্তফা মিয়ার একটি ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফির নেতৃত্বে ফয়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তারা। 

হবিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্থদের সাথে কথা বললে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version